ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ওয়াসাকে বলেছি, যাতে তিন ঘণ্টায় পানি চলে যায় : স্থানীয় সরকারমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৬ জুলাই ২০১৭ , ০৭:২১ পিএম


loading/img

আমরা সার্ভে করে দেখেছি, ঢাকা শহরের প্রায় ৪৬ খালের মধ্যে ১৮টি খালের উন্নয়ন করতে হবে।  আমি ওয়াসাকে বলেছি, যত বেশি বৃষ্টি হোক না কেন, যাতে তিন ঘণ্টার মধ্যে পানি চলে যায়। বললেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন। 

মোশাররফ হোসেন বলেন, আজকের পরিস্থিতি অস্বাভাবিক। আমি প্রমিজ করছি, সামনের বছর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিচ্ছে। আমরা বুঝতে পারছি কোন জায়গাতে আটকা পড়ছি। সে জায়গায় দ্রুত ব্যবস্থা নেব।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আফতাব জানান, বুধবার ঢাকায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বিকেল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে। তবে বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টি কমে যেতে পারে। চট্টগ্রামসহ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

 

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |